যশোরে ভোজ্যতেলের অতিরিক্ত দাম নেয়ায় ব্যবসায়ীকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ভোজ্যতেলের অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে মঙ্গলবার অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজন ব্যবসায়ীকে কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯(১)(ঞ) ধারায় জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম মঈন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। যশোরের জেলা বাজার কর্মকর্তা মো. সুজাত হোসেন খান পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ক্রয়কৃত পণ্যের রশিদ সংরক্ষণ না করা এবং অন্য ক্রেতাদের রশিদ প্রদান করার অপরাধে ওই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অর্থদণ্ড দেয়া ব্যবসায়ীর নাম প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার রিফাইনারি প্রতিষ্ঠান তথা সিটি, ঈগলু, দেশবন্ধু ও মেঘনা গ্রুপ বাংলাদেশের কোনো জেলার পাইকারি ক্রেতা, বিক্রেতা বা এজেন্ট কাউকে ক্রয়/বিক্রয় রসিদ প্রদান করে না। তারা কোনো ডিও তিন দফা হাত বদল না করে ভোজ্যতেল বা চিনি বিক্রিও করে না। মূলত কোম্পানিগুলোই স্বেচ্ছাচারী আচরণ করছে। যশোরের জেলার ব্যবসায়ীরা এ জন্য দায়ী নন। এটি ব্যবসায়ীরা জেলা প্রশাসক এবং জেলা বাজার কর্মকর্তাকে বারবার অবহিত করছেন।