যশোরে রাসেল হত্যা মামলার আরো দুই আসামির আত্মসমর্পণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসিন্দা জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসেল হত্যা মামলার চার্জশিটভুক্ত আরো ২ আসামি মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দীন হোসাইনের আদালতে তারা আত্মসমর্পণ করেন। এ সময় আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আত্মসমর্পণকারী ২ আসামি হলেন, সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আবুল বাসারের ছেলে রাসেল হোসেন ও দিনছে আলীর ছেলে জনি। এর আগে গত সোমবার হত্যা মামলার চার্জশিটভুক্ত ৩ আসামি সামিরুল ইসলাম, সোহাগ হোসেন ও আনিসুর রহমান আদালতে আত্মসমর্পণ করেন। উল্লেখ্য, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০২০ সালের ১৫ মার্চ রাতে বালিয়া ভেকুটিয়া গ্রামের আবু সালেক মৃধার ছেলে সাব্বির আহমেদ রাসেল প্রতিপক্ষের হাতে খুন হন।