মহেশপুর পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহেশপুর উপজেলা নির্বাচন কর্মকতা জানান, মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী মহেশপুর পৌরসভার বর্তমান মেয়র আব্দুর রশিদ খান, বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. আমিরুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তাহাবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক গোলাম মোস্তাফা কিরণ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম, মহিউদ্দিন ও আলী হাফিজ, ২ নম্বর ওয়ার্ডে অমেদুল ইসলাম, আব্দুস সালাম, আবুল কাশেম ও গিয়াস উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডে মহাসিন আলী ও রুহুল আমিন মিন্টু, ৪ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, আলমগীর কবির, হাসানুজ্জামন, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান ও মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে সোহাগ খান, আবু জাফর, শ্যামপদ হালদার, হাফিজুর রহমান ও আব্দুল খালেক, ৬ নম্বর ওয়ার্ডে কাজী আতিয়ার রহমান, মোহাম্মদ আলী, জাকির হোসেন ও আতিয়ার রহমান, ৭ নম্বর ওয়ার্ডে আব্দুল হান্নান, আমিনুল ইসলাম, শামীম খান, আবুল হাশেম পাঠান ও আমানুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ডে আবুল কালাম, তোতামিয়া, মালেক মিয়া, নাসির উদ্দিন, হাফিজুর রহমান ও বাবুল হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, মমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেক মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আরজুনা বেগম, সাবিহা বেগম, শারমিন সুলতানা, তহমিনা বেগম ও মাছুরা খাতুন, ২ নম্বর ওয়ার্ডে ইশারন বেগম ও রাবিয়া খাতুন এবং ৩ নম্বর ওয়ার্ডে নুরজাহান বেগম, সেলিনা খাতুন, সুফিয়া বেগম ও তাছলিমা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি মহেশপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।