ঝিনাইদহের মেছুয়া বাজারের রাস্তা বেদখলে দুর্ভোগ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ পৌরসভার মেছুয়া বাজারের রাস্তা বেদখল হয়ে যাচ্ছে। পৌরসভার পক্ষ থেকে বার বার রাস্তার ওপর কেনাবেচা বন্ধ করতে অভিযান চালানো হলেও তা শুনছেন না ব্যবসায়ীরা। সরেজমিন দেখা গেছে, মেছুয়া বাজারের প্রবেশ থেকে শুরু করে বের হওয়া রাস্তার ওপর সাজানো রয়েছে দোকানের মালামাল। বিশেষ করে নীলিমা, মা স্টোর, পোদ্দার, সুচনা কনফেকশনারি ও আনারুলের দোকানের মালামাল রাস্তার ওপর রাখা হয়েছে। এতে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। বাজারে আসা মানুষগুলোকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তার ওপর মালামাল রেখে বেচাকেনার ফলে যানবাহন তো দূরের কথা, চলাচলই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ঝিনাইদহ পৌরসভা থেকে রাস্তার ওপর মালামাল সরানোর জন্য অভিযান চালানো হলেও দু’একদন পর আবার আগের চেহারায় ফিরে আসে সড়ক। এ ব্যাপারে ঝিনাইদহ পৌরসভার কঠোর ভূমিকা আশা করছেন বাজারের ক্রেতা বিক্রেতারা।