যশোরে ৪ শিল্প খাতের সম্ভাবনা ও বিনিয়োগ সহায়তা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা সামগ্রী, প্লাস্টিক পণ্য এবং হাল্কা প্রকৌশল শিল্প খাতের সম্ভাবনা ও বিনিয়োগ সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার শহরের একটি কমিউনিটি সেন্টারে পাবলিক ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি ফর ইনফ্রাস্টাকরে কন্সট্রেইন্টসের (পিআইএফআইসি) আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা বলেন, চারটি খাতে বিনিয়োগ সহায়তার লক্ষ্যে ২০২০ সালে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন এক্সপোর্ট কম্পিউটিভনেস ফর জবস প্রকল্পের অীধনে একটি তহবিল অবমুক্ত করা হয়। পিআইএফ আইসি এর অধীনে বর্তমানে চার খাতে অবকাঠামোগত বিনিয়োগ অর্থায়নের জন্য আবেদন করা হয়। যেখানে ৩৪০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। যা সারাদেশে ১৫ থেকে ২০টি অবকাঠামো প্রকল্পের অর্থের যোগান দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। কর্মশালায় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিআইএফআইসি’র টিম লিডার সবুজ ইকবাল, ডেপুটি টিম লিডার কাজী হাকিমুর রশিদ, ইনভেস্টমেন্ট অফিসার শামছুর রহমান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুকুল চন্দ্র, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, সিভিল ইঞ্জিনিয়ার ফয়সাল মাহমুদ প্রমুখ।