যশোর-নড়াইল সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-নড়াইল সড়কের শ্রীরামপুর নামক স্থানে গতকাল বিকেলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হচ্ছে, যশোরের বাঘারপাড়া উপজেলার তেঘরি গ্রামের মিজানুর রহমানের পুত্র ইয়াসিন আলী (১৮) ও নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া রাজাপুরের আনোয়ার হোসেনের পুত্র আলামিন হোসেন (২৫)। স্বজনরা জানিয়েছেন, ইয়াসিন আলী ও সাব্বির হোসেন (১৮) নামে দু’যুবক গতকাল বিকেল ৪টার দিকে একটি মোটর সাইকেলযোগে বাঘারপাড়া তেঘরি গ্রামে যাচ্ছিলেন। অপরদিকে, আলামিন ও কাবুল (২৬) নামে দু’জন নড়াইল থেকে মোটরসাইকেলে যশোর শহরে আসছিলেন। পথের মাঝে যশোর-নড়াইল সড়কের শ্রীরামপুর নামক স্থানে পৌঁছুলে বিপরীতমুখী দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি মোটরসাইকেলে থাকা ৪ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনেন। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ ইয়াসিন আলীকে বিকেল ৪টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন এবং আহত অপর ৩ জনকে ভর্তি করেন। ভর্তি করার পর আলামিনের অবস্থার অবনতি ঘটে। তখন তাকে খুলনায় স্থানান্তর করা হয়। অ্যাম্বুলেন্সযোগে খুলনায় নেয়ার পথে নওয়াপাড়ায় তার মৃত্যু হয়। আলামিন একজন অ্যাম্বুলেন্স চালক।
আহত সাব্বির হোসেন ও কাবুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাব্বির বাঘারপাড়ার তেঘরি গ্রামের জুলফিক্কার আলী বিশ্বাসের পুত্র এবং ভিটাবল্লাহ আলিয়া মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। কাবুল নড়াইলের লোহাগড়ার আমানত আলীর পুত্র। নিহতদের লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রয়েছেন।