যশোর পৌরসভা নির্বাচন: মেয়র পদে ৪ সংরক্ষিত কাউন্সিল ১৩ ও সাধারণ কাউন্সিলর পদে ৬৫ জনের মনোনয়নপত্র জমা

0

মাসুদ রানা বাবু ॥ যশোর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত হায়দার গণি খান পলাশ দলীয় নেতা কর্মীসহকারে মনোনয়নপত্র জমা দেয়। বিএনপি মনোনীত প্রার্থী মারুফুল ইসলামের পক্ষে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গোলাম মোস্তফা, অ্যাড. মোহাম্মদ ইসহক, আব্দুস সবুর মন্ডল ও আব্দুস সালাম আজাদ মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আলী সরদার ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান কাকন মনোনয়নপত্র জমা দেন।


১, ২ ও ৩ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত কাউন্সিলর পদে সুফিয়া বেগম, রেহেনা পারভিন, অর্চনা অধিকারী, রুমা আক্তার, সান-ই শাকিলা আফরোজ, আইরিন পারভিন, আয়েশা সিদ্দিকা, রোকেয়া বেগম ও সেলিনা খাতুন, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড থেকে সংরক্ষিত কাউন্সিলর পদে নাসিমা আক্তার জলি, নাসিমা সুলতানা এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড থেকে শেখ রোকেয়া পারভিন ডলি ও সালমা আক্তার মনোনয়নপত্র জমা দেন।


সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর আহমেদ শাকিল, জাকির হোসেন, মুজিবুর রহমান, টিপু সুলতান ও সহিদুর রহমান, ২ নম্বর ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজ, মীর মোশারফ হোসেন, তপন কুমার ঘোষ, ওসমানুজ্জামান চৌধুরী সাকিব, অনুব্রত সাহা মিথুন, শেখ সালাউদ্দিন, ইকবাল কবির, শহিদুল ইসলাম, টুটুল মোল্যা ও আশরাফুল কবির বিল্লাল মনোনয়নপত্র জমা দেন। ৩ নম্বর ওয়ার্ড থেকে ৮ জন মনোনয়নপত্র জমা দেন এরা হলেন, বর্তমান কাউন্সিলর মোকসিমুল বারী অপু, সাব্বির মালিক, শফিকুল ইসলাম সোহাগ, উম্মে মাকসুদা মাছু,

কামরুজ্জামান, দেলোয়ার হোসেন, ওমর ফারুক, শামিম আহমেদ রনি ৪ নম্বর ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুস্তা, জাহিদ হোসেন, ফেরদৌস হোসেন সোমরাজ ও মঈন উদ্দিন মনোনয়নপত্র জমা দেন। ৫ নম্বর ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর হাবিবুর রহমান, হাফিজুর রহমান, মোকছেদুর রহমান ভুট্টো, শরীফ আব্দুল্লাহ আল মাসউদ, শাহাজাদা নেওয়াজ, রজিবুল আলম ও মিজানুর রহমান মনোনয়ন পত্র জমা দেন। ৬ নম্বর ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর হাজী আলমগীর কবির, আজিজুল ইসলাম, এসএম আজাহার হোসেন স্বপন, পাপিয়া আক্তার, বিল্লাল পাটোয়ারি, আশরাফুজ্জামান ইমন, আনিছুজ্জামান ও আশরাফুল হাসান মনোনয়নপত্র জমা দেন।
৭ নম্বর ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর গোলাম মোস্তফা, অ্যাড. জুলফিকার আলী, শাহেদ হোসেন, জাহিদুল ইসলাম, শামসুদ্দিন বাবু, আবু শাহ জালাল, শাহেদুর রহমান, এসএম মাহমুদ হাসান ও আবু শাহ জালাল মনোনয়নপত্র জমা দেন। ৮ নম্বর ওয়ার্ড থেকে, বর্তমান কাউন্সিলর সন্তোষ দত্ত, মনিরুজ্জামান মাসুম, প্রদীপ কুমার নাথ বাবলু, গৌরাঙ্গ পাল বাবু এবং ওবাইদুল ইসলাম রাকিব মনোনয়নপত্র জমা দেন। ৯নম্বর ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর আজিজুল ইসলাম, অ্যাড. আসাদুজ্জামান বাবলু, শেখ ফেরদৌস ওয়াহিদ, শেখ নাছিম উদ্দিন, স্বপন কুমার ধর, শেখ শহিদ, আবু বক্কর সিদ্দিকী ও খন্দকার মারুফ হুসাইন ইকবাল মনোনয়নপত্র জমা দেন। এর আগে বিএনপি মনোনীত প্রার্থী মারুফুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কারবালা কবরস্থানে যান। সেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।