উইন্ডিজের বিপক্ষে পরিসংখ্যানে কোথায় এগিয়ে কোথায় পিছিয়ে বাংলাদেশ

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত পয়েন্টের খাতা খোলা হয়নি বাংলাদেশ দলের। ভারতের বিপক্ষে দুই ও পাকিস্তানের কাছে এক ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে টাইগারদের অবস্থান। বাংলাদেশ এ তিনটি ম্যাচই খেলেছে বিদেশের মাটিতে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে নামছে টাইগাররা।
সিরিজ শুরুর আগে স্বাগতিক বাংলাদেশকেই ফেবারিট মানছে দুই দল। ক্যারিবীয় দলের কোচ-অধিনায়ক এক বাক্যে মেনে নিয়েছেন, এ সিরিজে এগিয়ে থাকবে বাংলাদেশ। এমনকি টাইগার অধিনায়ক মুমিনুল হকও নিজেদেরকেই ফেবারিট হিসেবে ঘোষণা দিয়েছেন। মাঠের লড়াইয়ে নামার আগে টাইগারদের পাশে রয়েছে ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে সবশেষ সিরিজে সহজ জয়ের সুখস্মৃতি। এছাড়া চলতি সফরের ওয়ানডে সিরিজের তিন ম্যাচেও পাত্তা পায়নি উইন্ডিজ দল। তবে একেবারেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই সফরকারি দলটিকে। কেননা সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে সামগ্রিক পরিসংখ্যানে এখনও বেশ বড় ব্যবধানেই এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় কিংবা ব্যক্তিগত- উভয়দিকেই পরিসংখ্যানে এগিয়ে ক্যারিবীয়রা। অবশ্য সাম্প্রতিক সময়ে বেশ উন্নতি করেছে বাংলাদেশ। যার ছাপ পড়েছে সংখ্যার খেলায়ও। অর্থাৎ গত কয়েক বছরের পরিসংখ্যানে বাংলাদেশ দলও সমানে সমানে পাল্লা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। নতুন সিরিজ শুরুর আগে দেখে নেয়া যাক দুই দলের মুখোমুখি পরিসংখ্যানঃ
মোট ম্যাচ: ১৬
বাংলাদেশের জয়: ৪
ওয়েস্ট ইন্ডিজের জয়: ১০
ড্র: ২
দলীয় সর্বোচ্চ স্কোর:
বাংলাদেশ ৫৫৬/১০ (২০১২, ঢাকা)
ওয়েস্ট ইন্ডিজ: ৬৪৮/৯ ডি: (২০১২, খুলনা)
দলীয় সর্বনিম্ন স্কোর
বাংলাদেশ : ৪৩/১০ (২০১৮, নর্থ সাউন্ড)
ওয়েস্ট ইন্ডিজ : ১১১/১০ (২০১৮, ঢাকা)
সর্বোচ্চ রান
বাংলাদেশ : তামিম ইকবাল ৭৫০ (২০ ইনিংস)
ওয়েস্ট ইন্ডিজ : শিবনারায়ণ চন্দরপল ৮৯৭ (১৪ ইনিংস)
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ : মাহমুদউল্লাহ রিয়াদ ১৩৬ (২০১৮, ঢাকা)
ওয়েস্ট ইন্ডিজ : রামনরেশ সারওয়ান ২৬১* (২০০৪, কিংস্টন)
এক সিরিজে সর্বোচ্চ রান
বাংলাদেশ : নাসির হোসেন ২৬৩ (২ ম্যাচ)
ওয়েস্ট ইন্ডিজ : শিবনারায়ণ চন্দরপল ৩৫৪ (২ ম্যাচ)
সর্বোচ্চ গড়
বাংলাদেশ : সাকিব আল হাসান ৪৩.৮২
ওয়েস্ট ইন্ডিজ : শিবনারায়ণ চন্দরপল ১৪৯.৫০
সর্বোচ্চ শতক
বাংলাদেশ : আবুল হাসান, মোহাম্মদ রফিক, নাঈম ইসলাম, হাবিবুল বাশার, খালেদ মাসুদ, মুমিনুল হক, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, ও মাহমুদউল্লাহ রিয়াদ ১টি করে।
ওয়েস্ট ইন্ডিজ : শিবনারায়ণ চন্দরপল ৪টি
সর্বোচ্চ অর্ধশতক
বাংলাদেশ : সাকিব আল হাসান ৭টি
ওয়েস্ট ইন্ডিজ : শিবনারায়ণ চন্দরপল ৭টি
সর্বোচ্চ রানের জুটি
বাংলাদেশ : আবুল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদ: ১৮৪ (২০১২, খুলনা)
ওয়েস্ট ইন্ডিজ : ড্যারেন ব্রাভো-মারলন স্যামুয়েলস: ৩২৬ (২০১২, খুলনা)
সর্বোচ্চ উইকেট
বাংলাদেশ : সাকিব আল হাসান ৪৬টি (১৮ ইনিংস)
ওয়েস্ট ইন্ডিজ : কেমার রোচ ৩৩টি (১৪ ইনিংস)
এক সিরিজে সর্বোচ্চ উইকেট
বাংলাদেশ : মেহেদি হাসান মিরাজ ১৫ উইকেট (২ ম্যাচে)
ওয়েস্ট ইন্ডিজ : জেসন হোল্ডার ১৬ উইকেট (২ ম্যাচে)
ইনিংসে সেরা বোলিং
বাংলাদেশ : মেহেদি হাসান মিরাজ ৭/৫৮ (২০১৮)
ওয়েস্ট ইন্ডিজ : জার্মেই লওসন ৬/৩(২০০২)
ম্যাচে সেরা বোলিং
বাংলাদেশ : মেহেদি হাসান মিরাজ ১২/১১৭ (২০১৮)
ওয়েস্ট ইন্ডিজ : জেসন হোল্ডার ১১/১০৩ (২০১৮)