২০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় ২০ কেজি হরিণের মাংসসহ মিলন মোড়ল (৩৫) নামের এক শিকারিকে আটক করেছে বনরক্ষীদের একটি দল। রোববার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উত্তর দেওলী গ্রামের বাসিন্দা আবদুল লতিফ মোড়লের ছেলে। পরিবার নিয়ে তিনি শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে বাসা ভাড়া নিয়ে থাকেন। সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে শরনখোলার সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় বনরক্ষিদের একটি দল। সেখান থেকে ২০ কেজি হরিণের মাংসসহ মিলন মোড়লকে আটক করা হয়। তিনি বলেন, মিলন গত শুক্রবার (২৯ জানুয়ারি) উপজেলার ঢালীরগোপ এলাকার হাবিব তালুকদার ও বগীর তানজের বয়াতীর সাথে সুন্দরবনের কটকা এলাকায় যান। সেখান থেকে হরিণ শিকারের পর মাংস বিক্রির জন্য শরণখোলা আসেন তিনি। তার নামে বন আইনে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।