ফুলতলায় ছিনতাই অভিযোগে মামলা

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলার যুগ্নিপাশা এলাকায় ছিনতাই ঘটনায় রোববার ৩ জনকে আসামি করে থানায় ছিনতাই মামলা হয়েছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত আনুমারিক ১০টার দিকে পাগ্রাম কসবা গ্রামের কাজী হুমায়ুন কবিরের পুত্র কাজী সাজিদুল কবির ও তার স্ত্রী নওয়াপাড়া থেকে বাড়িতে ফিরছিলেন। যুগ্নিপাশা এলাকায় পৌঁছালে ৩ যুবক অস্ত্রের মুখে তাদের কাছ থেকে নগদ ২হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ ৬৬ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। এ ব্যাপারে কাজী সাজিদুল কবির বাদি হয়ে যুগ্নিপাশা গ্রামের শামছু হাওলাদারের পুত্র মিরাজুল হাওলাদার (২৬), সেকেন্দার হাওলাদারের পুত্র ওহিদুল হাওলাদার (২৫) এবং অভয়নগর থানার গ্রামতলার মোঃ মিরাজ (২৭) কে আসামী করে ফুলতলা থানায় মামলা দায়ের করেন। তবে কোন আসামি আটক হয়নি।