নড়াইল আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

0

নড়াইল অফিস ॥ নড়াইল জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ৬টি পদে আওয়ামীলীগ পন্থি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে সহসভাপতিসহ ৪টি পদে বিজয়ী হয়েছেন বিএনপিপন্থি প্রার্থীরা। গতকাল রোববার আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। মোট ১২০ জন ভোটারের মধ্যে ১১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে ছয়টিতে আওয়ামীলীগপন্থি এবং চারটি পদে বিএনপিপন্থি প্রার্থী জয়লাভ করেছেন। আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট নূর মোহাম্মদ ও বর্তমান সভাপতি অ্যাডভোকেট এএফএম হেমায়েত উল্লাহ হিরু ভোট গণনা শেষে বিকেল সাড়ে চারটার দিকে ফলাফল ঘোষনা করেন। জেলা আইনজীবী সমিতি কার্যালয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে আওয়ামীলীগপন্থি প্রার্থী অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ ৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ওমর ফারুক পেয়েছেন ৫২ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামীলীগপন্থি প্রার্থী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান কায়েস ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট নূর মোহাম্মদ পেয়েছেন ৫৬ ভোট। এছাড়া সহসভাপতি পদে বিএনপিপন্থি প্রার্থী অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আওয়ামীলীগপন্থি প্রার্থী সুনীল কুমার বিশ্বাস ৬০ ভোট, আইন ও সমাজকল্যাণ সম্পাদক পদে আওয়ামীলীগপন্থি প্রার্থী মো. জামাল উদ্দিন আহম্মেদ ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে বিএনপিপন্থি প্রার্থী লাভলী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং কার্যনির্বাহী সদস্য পদে আওয়ামীলীগপন্থি প্রার্থী অরবিন্দু কুমার মল্লিক, মো. মিশকাতুর রহমান সজীব, বিএনপিপন্থি প্রার্থী মো. রাজু আহম্মেদ রাজীব ও মো. টুটুল শিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।