যশোর ও মাগুরায় ইয়াবা গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৭

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছা উপজেলার সলুয়া ও মাগুরা সদরের তাঁতিপাড়ায় রোববার আলাদা অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ ৩ যুবককে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন ইয়াবাসহ মাগুরা সদরের তাঁতিপাড়ার বাদশা শেখের ছেলে শাহিন শেখ (২৮), ফেনসিডিলসহ যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারের ওয়াজেদ খাঁ’র ছেলে ইয়াছিন আরাফাত (২৯) ও আফরা গ্রামের আফজাল হোসেনের ছেলে আজিজুর রহমান (২৬) এবং গাঁজাসহ বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা গ্রামের জামাত আলী মোলার ছেলে জামাল হোসেন (৪২), রঘুনাথপুর গ্রামের করিম বক্সের ছেলে আনারুল ইসলাম(৩৫), মাইননকা গ্রামের নারায়ন বিশ্বাসের ছেলে সত্যজিৎ (২৮) ও ভবেরবেড় গ্রামের আব্দুল লতিফের ছেলে বাবুল হোসেন(৪৭)। র‌্যাব জানায়, তাদের সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার লেফট্যানেন্ট এম.সারোয়ার হুসাইনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে মাগুরার তাঁতিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে শাহিন শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব সদস্যরা যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১১০ বোতল ফেনসিডিলসহ ইয়াছিন আরাফাত ও আজিজুর রহমানকে আটক করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা করা হয়েছে।
রাজগঞ্জ(যশোর) সংবাদদাতা জানান, শনিবার দিবাগত রাত বারোটার দিকে মণিরামপুর উপজেলার ঝাঁপা পুলিশ ফাঁড়ির এএসআই মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে হরিহরনগর ইউনিয়নের বেজিতলা ঘাট সংলগ্ন স্থানে অভিযোগ চালিয়ে ২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে। এএসআই মোয়াজ্জেম হোসেন জানান, আটকদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যার মামলা নম্বর ১৮।