যশোরের বেজপাড়ার রমজান হত্যা মামলায় ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার রমজান হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন, যশোর শহরের শংকরপুর আকবরের মোড়ের মনিরুজ্জামান ওরফে মৌলভী মনিরের ছেলে ইয়াছিন ওরফে মোল্যা ইয়াছিন, নাজির শংকরপুর মাঠপাড়ার আইয়ুব মিস্ত্রির ছেলে রবিউল ইসলাম সুমন, বেজপাড়া তালতলা কবরস্থান এলাকার মানিক মিয়া ওরফে নাগুর ছেলে তহিদুল ইসলাম টনি, আর এন রোডের মোফাজ্জেল মৃধার ছেলে ইব্রাহিম হোসেন ওরফে জুয়েল, ধর্মতলা কদমতলা ব্যাটারিপাড়ার মোসলেম আলীর ছেলে তারেক হাসান, আর এন রোডের জহুরুল হকের ছেলে মাহামুদুল হক সোহান, বেজপাড়া তালতলার সিরাজের ছেলে শহিদুল ইসলাম সুজন, বেজপাড়া আকবরের মোড়ের হাসান আলীর ছেলে সোহেল হাসান নিপু, বেজপাড়ার আনসারক্যাম্প এলাকার শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম শরীফ ওরফে কালো শরিফ, শংকরপুর মাঠপাড়া এলাকার আলী আহম্মেদেরে ছেলে সেলিম আহম্মেদ, আশ্রম মোড় এলাকার আব্দুল আলিমের ছেলে আমজাদ হোসেন আকাশ, বেজপাড়া আনসারক্যাম্প এলাকার আয়ুব হোসেনের ছেলে রায়হান হোসেন, শংকরপুর মাঠপাড়া গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে জামাল হোসেন শিপন ওরফে লম্বা শিপন ও বেজপাড়া তালতলা এলাকার গিয়াস উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম ইমন। উল্লেখ্য, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর রাতে বেজপাড়া তালতলা এলাকায় সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে রমজান মোল্যা নামে ওই যুবক খুন হন। অটোরিকশার চুরি করা ব্যাটারির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে এনে তাকে খুন করা হয়। এ ঘটনায় নিহতের মা শেফালী বেগম কোতয়ালি থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে উল্লিখিত ১৪ জনকে অভিযুক্ত করে এই মামলার চার্জশিট দাখিল করে।