যশোরে যুবলীগ কর্মী সোহাগ হত্যা মামলায় কুখ্যাত কাজলসহ দু’জনের আত্মসমর্পণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ার আলোচিত যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি চিহ্নিত সন্ত্রাসী ইয়াছিন মোহাম্মদ কাজলসহ দুজন গতকাল রোববার আদালতে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘ আড়াই বছর পলাতক থাকার পর তারা আদালতে আত্মসমর্পণ করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আত্মসমর্পণকারী ইয়াছিন মোহাম্মদ কাজল পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টির মৃত আব্দুল খালেকের ছেলে। তার সাথে আদালতে আত্মসমর্পণকারী অভিযুক্তের নাম তরুন। তিনি একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর গভীর রাতে আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী হিসেবে পরিচিত যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ পুরাতন কসবা কাজীপাড়ায় নিজ বাড়ির কাছে সন্ত্রাসীদের হাতে নৃসংশভাবে খুন হন। এ ঘটনায় তার বড়ভাই ফেরদাউস হোসেন সোমরাজ কুখ্যাত ইয়াছিন মোহাম্মদ কাজলসহ ৮ জনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা করেন। ২০২০ সালের ২০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তৎকালীন ওসি মারুফ আহমদ তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চাজশিট দাখিল করেন। অভিযুক্তরা হলেন, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, পুরাতন কসবা কাজীপাড়া কাঁঠালতলার বাসিন্দা তৌহিদ চাকলাদার ফন্টু, গোলামপট্টির মৃত আব্দুল খালেকের ছেলে ইয়াছিন মোহাম্মদ কাজল, ধর্মতলার কালিমের ছেলে টিপু, কাজীপাড়া গোলামপট্টির আবুল কাশেম পিকুলের ছেলে সাগর, সিরাজুল ইসলামের ছেলে তরুন, আব্দুল বাকেরের ছেলে আলামিন, কাজীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে ডাবলু, কাজীপাড়া আমতলার এস এম আকাশ, ঘোপ জেল রোডের এস এম মহিউদ্দিন এবং সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের লিটন। সূত্র জানায়, যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যাকা-ের পর থেকে পলাতক ছিলেন ইয়াছিন মোহাম্মদ কাজল ও তরুন। দীর্ঘ প্রায় আড়াই বছর পলাতক থাকার পর গতকাল তারা আদালতে আত্মসমর্পণ করেন।