মোংলায় হরিণের মাংসসহ তিনজন আটক

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় হরিণের ৪৭ কেজি মাংসসহ তিন চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার রাতে দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাংসসহ তাদের আটক করা হয়। পরে তাদেরকে বনরক্ষীদের হাতে সোপর্দ করলে তারা আদালতে সোপর্দ করেন। আটককৃতরা হলেন-খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের আবু সরদারের ছেলে মোনা সরদার (৩২), বাগেরহাটের রামপাল উপজেলার বন্নি গ্রামের জাফর শেখের ছেলে জাহিদ শেখ (৩৮) ও মোংলার দণি কাইনমারী গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে শহিদুল (৪০)।