মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক আটক

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় স্বামী পরিত্যক্ত এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জাহিদুল শেখ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার ভোরে মোংলা শহরের পশ্চিম কেওড়াতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ওই তরুণীকে অস্ত্রের মুখে ধর্ষণ করেন মোংলা উপজেলার পশ্চিম কেওড়াতলার বাসিন্দা মোশারেফ শেখের ছেলে জাহিদুল। পরদিন ধর্ষিতা তার বিরুদ্ধে থানায় মামলা করেন।