মহেশপুরে আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ অব্যাহত

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে নিজের জমি উদ্ধার করতে আদালতের শরণাপন্ন হয়েও রক্ষা করতে পারছেন না কৃষক। তিনি আদালতসহ থানায় ধর্না দিয়েও তার জমিতে জোর করে ঘর নির্মাণ করা হচ্ছে। ভুক্তভোগী নাটিমা মাঠপাড়া গ্রামের মহির উদ্দিন জানান, তার পিতা আবুল হোসেন ও চাচা আকবার আলী ১৮শতক জমির মালিক। তার মধ্যে থেকে তাদের ৯শতক জমি। এই ৯শতক জমির মধ্য থেকে ২দাগে ৪শতক জমি তিনি বিক্রি করেন রেহেনা খাতুনের কাছে। আর তাদের অবশিষ্ঠ থাকে ৫শতক জমি।
এদিকে তার চাচা ও চাচির নামে ৩দাগে ৯শতক জমি রেকর্ড হয়। সেখানে চাচার ১৩দাগে ৫শতক আর চাচির ১৪দাগে ৪শতক জমি। কিন্ত চাচা আকবর আলী ৩ দাগ মিলে চাচির জমি বাদ রেখেই ১১শতক জমি বিক্রি করেন রেহেনা খাতুনের কাছে। এনিয়ে মহির উদ্দিন ৭জনের নামে জমি দখল করে ঘর নির্মাণ করছে মর্মে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি ১৮৮ ধারায় রুপান্তরিত হয়। যার নং মহেশ নন জি ৪৮/২০ তারা আদালতে দোষ স্বীকার করেন। আদালত তাদের প্রত্যেককে ২শ টাকা জরিমানা অনাদায়ে ৫দিনের কারাদন্ড দেন। পরে তারা জরিমানা দিয়ে মুক্ত হন। কিন্তু সেই ৫শতক জমিতে মহির উদ্দিন যেতে পারছেন না। তাকে হুমকি দেওয়া হচ্ছে। এই সুযোগে আবার সেই জমিতে ঘর তৈরি করা হচ্ছে। যার কারণে তিনি ন্যায় বিচার চেয়ে গত ২৪ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে ১৪৪ ধারার একটি পিটিশন দাখিল করেন । আদালত আমলে নিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মহেশপুর থানার ওসিকে নির্দেশ দেন। ওই জমিতে কোনো পক্ষকে না যাওয়ার জন্য আদালতের নির্দেশ আছে । তার পরও আদালতের নির্দেশ অমান্য করে ২য় পক্ষ ঘর নির্মাণ অব্যাহত রেখেছে। এ ব্যাপারে ঘর নির্মাণকারী রেহেনা খাতুন বলেন, ‘থানা থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তাই আমি ঘর নির্মাণ করছি। এই জমি নিয়ে আমাদের অনেক মামলা মোকদ্দামা হয়েছে।’