বিট কোয়েন প্রতারক চক্রের ৫ সদস্য আটক ঝিনাইদহে

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ বিট কোয়েন প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। আটককৃতদের রোববার ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৌহিদুল ইসলামের নেতৃত্বে পিবিআই সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া উদ্ধার হয়েছে টাকা রাখার ভোল্ট, চেক বইসহ বিভিন্ন যন্ত্রপাতি ও মোবাইল ফোন সেট। আটক প্রতারকরা হচ্ছেন, ঝিনাইদহের কালীগঞ্জের আড়পাড়া গ্রামের আক্তারুজ্জামান ওরফে সালাম ওরফে লিটন. বরিশালের বাবুগঞ্জের মনিরুজ্জামান কামরুল ওরফে জামান, চুয়াাডাঙ্গা জেলার জীবননগরের আবু তাহের জবা. পাবনা জেলার বেড়া উপজেলার শফিকুল ওরফে স্বপন ও মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার স্বপন ব্যাপারী। পিবিআই ঝিনাইদহের এসপি মাহবুবুর রহমান জানান, আটক ব্যক্তিরা ভয়ংকর প্রকৃতির। এরা শিতি এবং তথ্য প্রযুক্তিতে পারদর্শী। তারা দেশের নামি দামি ব্যক্তি ও প্রতিষ্ঠান মালিকদের টার্গেট করে থাকেন। টার্গেট মোতাবেক প্রতারণার জালে ধরা দেওয়া ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তারা। তিনি জানান, গত ৭ জানুয়ারি ঝিনাইদহ সদর থানায় আনন্দ গ্রুপ ঢাকার জেনারেল ম্যানেজার মাহবুব আলম আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে দেশের ভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে পিবিআই। টানা দু’দিনের অভিযানে আটক করা হয় প্রতারক চক্রের ৫ সদস্যকে। এরপর বেরিয়ে আসে ভয়ংকর প্রতারণার সব তথ্য। এই চক্রের প্রধানসহ আরো ১০/১২ জনকে আটকের জন্য অভিযান চলছে বলে তিনি জানান।