ঝিনাইদহে কারখানায় আগুন, ফায়ারম্যান আহত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের অনিন্তানগর গ্রামে তাজী এগ্রো ইন্ডাস্ট্রিজের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আগুন নিভাতে গিয়ে ঝিনাইদহ ফায়ার স্টেশনের ফায়ারম্যান মহব্বত আলী আহত হন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামীমুল ইসলাম জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কয়েকটি টিম নেভানোর কাজ শুরু করে। তবে এ রিপোর্ট লেখা আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। ওই কারখানার ভিতর নতুন আরো একটি গোডাউন তৈরির কাজ চলছিল। ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। য়তির পরিমান জানা যায়নি। স্থানীয় বাসিন্দা আব্দুল হাই জানান, তারা বার বার কারখানাটি বন্ধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের ছত্রছায়ায় কারখানাটি চলমান রয়েছে। ছবিতা খাতুন নামে একজন বলেন, কারখানাটিতে পাটকাঠি পুড়িয়ে ছাই তৈরি করেন চীনা নাগরিক ও কিছু বাংলাদেশী। পরে এগুলো বস্তায় ভরে জাহাজ যোগে চীনে পাঠানো হতো। ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. লিমন পারভেজ জানান, আহত ফায়ারম্যানের মুখমন্ডল আগুনের তাপে ফুলে গেছে। তিনি শঙ্কামুক্ত কিনা এখন বলা যাচ্ছে না।