বিএনপির সংসদ সদস্য সিরাজের বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল

0

লোকসমাজ ডেস্ক॥ বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের বক্তব্যে হট্টগোলের সৃষ্টি হয়েছে সংসদ অধিবেশনে। রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য সিরাজ সরকারের সমালোচনা করেন। আওয়ামী লীগের সংসদ সদস্যরা এসময় কয়েক দফা প্রতিবাদমুখর হন। এসময় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। বক্তব্যের শেষে সিরাজ হইচইয়ের জবাবে গণতান্ত্রিক আচরণের আহ্বান জানালে আরও হইচই হয়। ডেপুটি স্পিকার এসময় সরকারি দলের সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। বিএনপির সিরাজ তার বক্তব্যে বলেন, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণের শুরুতে বঙ্গবন্ধুসহ মহান আটজন নেতাকে স্মরণ করেছেন। আমিও সশ্রদ্ধ চিত্তে তাদের আত্মার মগফিরাত কামনা করছি। তবে বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক শাসক জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে তার কথা স্মরণ না করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে পারছি না। এসময় আওয়ামী লীগের সংসদ সদস্যরা তার কথার প্রতিবাদ জানান।
সিরাজ বলেন, রাষ্ট্রপতি তার বক্তব্যে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, হত্যা-ধর্ষণ নিয়ে কোনো কথা বলেননি এবং দিকনির্দেশনা দেননি বলে আমি তাকে ধন্যবাদ দিতে পারছি না। টাকা পাচারকারীরা অদৃশ্য-অধরা রয়ে গেছে। এদের পৃষ্ঠপোষক কারা? এরা সবাই সরকারের মদদপুষ্ট, সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু থেকে আজকের প্রশান্ত কুমার হালদার পর্যন্ত সরকারের ঘনিষ্ঠ। তিনি বলেন, এই সংসদের পাপুল। যাকে ঘুষের দায়ে কুয়েত সরকারের বিচারবিভাগ জেল দিয়েছে। পাপুল শুধু সংসদ নয়, এই দেশকে কলংকিত করেছে। অর্থপাচার মামলায় রায় আরও কঠিন হবে। দুর্নীতির কালোবিড়াল কোথায় নেই? আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে তিনি বলেন, সরকারি দলের সর্বস্তরের নেতারা গ্রাম পর্যায় থেকে, ইউনয়িন থেকে রাজধানী পর্যন্ত সর্বগ্রাসী দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। চলমান সংসদেও এক ডজন সংসদ সদস্য দুর্নীতি, সরকারি-বেসরকারি জমি দখল, বিদেশে অর্থ পাচার, মানব পাচারে জড়িত। তাদের কোনো জবাবদিহিতা নেই। এসময় সরকারি দলের সংসদ সদস্যরা তার বক্তব্যের প্রতিবাদ করতে শুরু করলে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার তাদের শান্ত হতে অনুরোধ করে বলেন, তাকে বলতে দেন। উত্তর দেওয়ার প্রয়োজন হলে উত্তর দেবেন। এরপর সাংসদ সিরাজ সরকারে অধীনে বিভিন্ন নির্বাচনের কথা তুলে ধরে বলেন, ভোটের মালিক পুলিশ, প্রশাসন আর নির্বাচন কমিশন। ভোট মানে উইন সার্টিফিকেট। হাজার কোটি টাকা, জনগণের অর্থ ব্যয় করে প্রহসনের নির্বাচন করে কী লাভ? একনায়কতন্ত্র আর গণতন্ত্র দুটো পরস্পর বিরোধী। বর্তমান সরকারকে যেকোনো একটি পথ বেছে নিতে হবে। গণতন্ত্রের মিথ্যা বুলি বাদ দিয়ে, অঘোষিত বাকশাল পন্থা পরিহার করে সরাসরি বাকশাল সরকার গঠন হোক। নতুবা দেশের মালিক জনগণকে দেশটি ফিরিয়ে দিন। ফিরিয়ে দিন মানুষের অধিকার, মানুষের স্বাধীনতা। তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি শুধু পরিচ্ছন্ন রাজনীতিবিদ নন, তিনি আমাদের অভিভাবক। তিনি রাষ্ট্র্রের অভিভাবক। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফলতা বলেছেন, আমিও বলি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। গণতন্ত্র আর সুশাসন বাদ দিয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলের জন্য। নারীর মতায়নের জন্য ধন্যবাদ দিতে চাই। জনগণ রাষ্ট্রপতির মুখে সত্য ভাষণ শুনতে চায়। তার মুখে সত্যের অপলাপ শুনতে চায় না। সিরাজ বলেন, আমার সহকর্মীরা অযথা হইচই করছেন। জনগণ আমাদের কথা শুনতে চায়। সংখ্যায় কম হলেও শুনতে চায়। আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা রেখে, মাননীয় স্পিকার আপনাকে শ্রদ্ধা রেখে বলতে চাই, এই প্র্যাকটিস আগে দেখিনি। আমি ৯৬ তে এমপি ছিলাম। তখনও প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তখন এমন ছিল না। এইবার এসে কী দেখলাম! শ্রদ্ধা রেখে বলতে চাই- এটা ব্যাড প্র্যাকটিস। আওয়ামী লীগের পলিটিক্যাল ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। আওয়ামী লীগ আবার ফিরে যাক মানুষের কাছে। ফিরে যাক ভালোবাসার কাছে। ভয়ভীতির চর্চা বাদ দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করুক। আমার নেতা প্রধানমন্ত্রী আছেন সামনে। আসুন আমরা ফিরে যাই জনগণের কাছে। সিরাজের বক্তব্য শেষ হলে সরকারি দলের সদস্যরা প্রতিবাদ জানাতে থাকলে ডেপুটি স্পিকার তাদের শান্ত হতে অনুরোধ করে বলেন, মাননীয় সদস্য সিরাজ সাহেব মহামান্য রাষ্ট্রপতি সম্পর্কে ২-১টি কথা বলেছেন। সেটি সঠিক নয়। আমি চিন্তা করে দেখব এক্সপাঞ্জ করা যায় কিনা। তিনি বলেন, আপনি (গণতন্ত্র) চর্চার কথা বললেন। এই চর্চা আপনারা ওই গ্যালারি থেকে থুথুর চর্চা দেখিয়েছিলেন- ৯০-৯১, ২০০১ সালে। গায়ে থুথু দিয়েছিলেন। আমি তখন আওয়ামী লীগ করিনি, জাতীয় পার্টি করতাম। আই অ্যাম কনফেসিং। যেহেতু আমি বিএনপিকে অ্যাটাক করে বক্তব্য দিয়েছিলাম, আমার গায়ে থুথু দেওয়া হয়েছিল। এই প্যাকটিসও আপনারা দেখিয়েছেন। তিনি আরো বলেন, সবাইকে অনুরোধ করব সংসদীয় গণতন্ত্রের জন্য সহনশীলতা থাকতে হবে। আপনি হঠাৎ করে রাষ্ট্রপতি সম্পর্কে একটি কথা বলবেন আর আমরাও পাল্টা উত্তর দেব এটা গণতন্ত্রের ভাষা না। সুতরাং গণতন্ত্রের ভাষা যদি আপনি পেতে চান আপনাকেও গণতন্ত্রের ভাষায় কথা বলতে হবে।