এইচএসসির ফরম পূরণের অর্থ ফেরতের নির্দেশ

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা মহামারির কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল হওয়ায় পরীক্ষার ফরম পূরণের জন্য আদায় করা ফি ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। শিক্ষা বোর্ডগুলো অর্থ শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরত দেবে, আর শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের এই অর্থ ফেরত দেবে।
রবিববার (৩১ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ড ঢাকা এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমির উল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্য করা অর্থ এবং ব্যবহারিক ও কেন্দ্র ফি আদায় করা অর্থ অংশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির ১৫৮ সভায় ফেরত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বলা হয়, যে সকল পরীক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেছিল তাদের প্রতি পত্রের জন্য বোর্ড নির্ধারিত ফি থেকে পত্র প্রতি ৩০ টাকা করে এবং ব্যবহারিক বিষয়ের েেত্র পত্র প্রতি আরও ১০ টাকা শিা বোর্ড থেকে ফেরত দেওয়া হবে। এছাড়া পরীার্থী প্রতি ২০০ টাকা করে এবং আইসিটি বিষয়ক পরীার্থীদের অতিরিক্ত আরও ২৫ টাকা ফেরত দেওয়া হবে। আইসিটি ছাড়া সব ব্যবহারিক বিষয়ের েেত্র পত্র প্রতি অতিরিক্ত ৪৫ টাকা করে ফেরত দেওয়া হবে। পরীার্থী কেন্দ্র ফি বাবদ ব্যয় না হওয়া অর্থ প্রতিষ্ঠান থেকে গ্রহণ করবে শিার্থীরা। ছাত্র-ছাত্রীদের সংশ্লিষ্ট শিা প্রতিষ্ঠান ফরম পূরণ বাবদ আদায় করা অর্থের ১০ শতাংশ এবং আইসিটি ব্যবহারিক বিষয়ের জন্য আদায় করা ফি থেকে পরীার্থী প্রতি ২০ টাকা ফরম পূরণ ও আনুষঙ্গিক কাজের জন্য ব্যয় নির্বাহ করবে। এইচএসসি ও সমমান পরীায় প্রতিটি শিাপ্রতিষ্ঠান পরীার্থী প্রতি সংশ্লিষ্ট কেন্দ্রকে ১৬০ টাকা হারে দেবে। এই অর্থ পরীার গোপনীয় কাগজ পরিবহন ও বোর্ডে জমাদান, সংরণ এবং প্রশাসনিক ব্যয় নির্বাহ হবে।