যশোরে আকবার হত্যা মামলায় ভাই ভাইপো ও ভাবির বিরুদ্ধে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার মুন্সি বাগডাঙ্গা এলাকায় আকবার আলী হত্যা মামলায় বড় ভাই, ভাইপো ও ভাবির বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলেন, ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে নিহতের বড় ভাই নুর ইসলাম ও ছোট ভাই ইমামুল ও ভাবি রাজিয়া বেগম। মামলার তদন্ত শেষে সাজিয়ালী থানার ইনচার্জ এসআই কামরুজ্জামান এ চার্জশিট জমা দেন।
২০১৯ সালের ৬ নভেম্বর আসামিরা পূর্বপরিকল্পিতভাবে আকবর আলীর ওপর হামলা চালায়। আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে ডাক্তার ঢাকায় রেফার করেন। পরের দিন তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী চম্পা বেগম কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, নিহত আকবারের আরেক ভাই মোস্তফা একটি গরু বিক্রি করতে দেন নুর ইসলামের কাছে। যা ৩৭ হাজার টাকায় বিক্রি করা হয়। কিন্তু নুর ইসলাম ৩০ হাজার টাকা দেন। সাত হাজার টাকা না দেয়ায় দুজনের মধ্যে গোলোযোগ সৃষ্টি হয়। একপর্যায়ে আকবারকে বিষয়টি মোস্তফা জানান। আকবার ভাইদের মধ্যে গোলোযাগ মেটাতে গিয়ে বড় ভাই, ভাইপো ও ভাবির হাতে খুন হন।