দর্শনা পৌরসভা নির্বাচনে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ায় বিএনপি মেয়র প্রার্থীর ভোটবর্জন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান মেয়র মতিয়ার রহমার নৌকা প্রতীকে ১৭ হাজার ৭৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চতুর্থবারের মতো মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রহমান বুলেট ১৬ কেন্দ্র থেকে তাদের সব এজেন্টকে বের করে দেয়ার অভিযোগে ভোট বর্জন করেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশকার আলী পেয়েছেন ৪৩৩ ভোট।
চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার তারেক আহমেদ শনিবার রাতে জানান, কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আব্দুল খালেক, ২ নম্বর ওয়ার্ডে এনামুল হক, ৩নম্বর ওয়ার্ডে রবিউল হক সুমন,৪নম্বর ওয়ার্ডে মনির সরদার, ৫নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম মুকুল,৬ নম্বর ওয়ার্ডে রেজাউল ইসলাম, ৭নম্বর ওয়ার্ডে সাবির হোসেন মিকা, ৮নম্বর ওয়ার্ডে বিল্লাল হোসেন ও ৯নম্বর ওয়ার্ডে আশুর উদ্দীন আশু নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে বিলকিস খাতুন, ৪,৫ ও৭ নম্বর ওয়ার্ডে জাহানারা খাতুন এবং ৬,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সুরাতন বেগম নির্বাচিত হয়েছেন ।
পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভার আনোয়ারপুর হাফেজিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে দুইজন সরকার সমর্থিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ সান্টু রক্তাক্ত জখম এবং ঈশ্বরচন্দ্র পুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে রিপন মিয়া নামে আরও একজন আহত হন। দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান কাজল জানান, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সামান্য কিছু ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ দিকে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী হাবিবুর রহমান বুলেট বেলা সাড়ে ১১টার দিকে ¯হানীয় পুরাতন বাজার মোড়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দর্শনা পৌরসভার ৯ ওয়ার্ডের মোট ১৬ ভোট কেন্দ্রের ক থেকে সরকার সমর্থক দলের লোকজন ধানের শীষ প্রতীকের সব পোলিং এজেন্টদের বের করে দেয়ায় ভোট বর্জন করা হয়। এছাড়াও বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে সরকারি দল মোটরসাইকেল মিছিল থেকে মাইকে শুধুমাত্র নৌকা প্রতীকে ভোট দেয়া ছাড়া কেন্দ্রে যেতে নিষেধ করলেও প্রশাসন নির্বিকার ভুমিকা পালন করে। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তারেক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সুন্দর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে, ধানের শীষ প্রতীকের প্রার্থীর এ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।