বিএনপি নেতা মনুর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ঘোপ ৩নং ওয়ার্ড বিএনপির প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মনুর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বাদ আছর ঘোপ কবরস্থান জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলু, ঘোপ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ হোসেন নগর যুবদলের সভাপতি শামীম হোসেন বাদল স্বাস্থ্যবিষয়ক সম্পাদক খলিলুর রহমান খলিলসহ স্বেচ্ছাসেবকদল ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নেতৃবৃন্দ মরহুম আব্দুল মান্নান মনুর কবর জিয়ারত করেন।