স্বর্ণের বৈশ্বিক বাজারে মন্দার মাস জানুয়ারি

0

লোকসমাজ ডেস্ক॥ বিদায়ী বছরটায় স্বর্ণের বাজারে চরম চাঙ্গা ভাব বজায় ছিল। তবে চলতি বছরের শুরুটা ভালো করতে পারেনি মূল্যবান ধাতুটির বাজার পরিস্থিতি। গত এক দশকের মধ্যে সবচেয়ে মন্দা ভাবের মধ্য দিয়ে জানুয়ারি পার করছে স্বর্ণের বৈশ্বিক বাজার। খবর মাইনিংডটকম ও ব্লুমবার্গ।
যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে প্রতি আউন্স স্বর্ণের স্পট মূল্য ছিল ১ হাজার ৮৫৩ ডলারের কিছু বেশি। একই সময়ে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ৮৫১ ডলার ১০ সেন্টে বিক্রি হয়। আগের কার্যদিবসের তুলনায় এদিন মূল্যবান ধাতুটির দাম সামান্য বেড়েছে।তবে জানুয়ারিজুড়ে মন্দার মধ্য দিয়ে কেটেছে স্বর্ণের বাজার। এ মাসে মূল্যবান ধাতুটির দাম ২ দশমিক ৮ শতাংশ কমেছে। ২০১১ সালের জানুয়ারির পর এবারই বছরের প্রথম মাসে স্বর্ণের দাম সবচেয়ে বেশি কমেছে।
ইউবিএস গ্রুপের বাজার বিশ্লেষক জিওভানি স্ট্যাউনোভো বলেন, করোনা মহামারীর কারণে অর্থনৈতিক মন্দার ধাক্কা সামলাতে ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ দিয়েছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন। তবে বিনিয়োগকারীরা আশা করছিলেন, অর্থনৈতিক সংকট উত্তরণে মুদ্রানীতিতে পরিবর্তন আনতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। তবে ফেডের বৈঠকে এমন কোনো আশার প্রতিফলন দেখা যায়নি। এ পরিস্থিতি স্বর্ণের বাজারে মন্দা ভাবের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) জানিয়েছে, ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা ছিল ৭৮৩ দশমিক ৪ টন। এক বছরের ব্যবধানে মূল্যবান ধাতুটির বৈশ্বিক চাহিদায় ২৮ শতাংশ পতন দেখা গেছে। ২০০৮ সালের এপ্রিল-জুন প্রান্তিকের পর এটাই কোনো প্রান্তিকে স্বর্ণের সবচেয়ে কম বৈশ্বিক চাহিদার রেকর্ড। স্বর্ণের সাম্প্রতিক দরপতনে এটা অন্যতম কারণ।