মোরেলগঞ্জ পৌরসভার নির্বাচন আজ ব্যালট পৌঁছাবে সকালে

0

বাগেরহাট সংবাদদাতা ॥ আজ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভার নির্বাচন। নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ পৌরসভার ৯ টি কেন্দ্রের ভোট বাক্স, সিল, মার্কার পেনসহ ভোট গ্রহণের জন্য আনুসঙ্গিক সামগ্রী পাঠানো হয়েছে। দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোটগ্রহণ কর্মকর্তারা কেন্দ্রে পৌঁছেছেন। তবে এই পৌরসভায় ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার শনিবার (৩০ জানুয়ারি) সকালে ভোট শুরুর আগে কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ।
মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই পৌরসভায় শুধুমাত্র কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৩ জন এবং ৩টি সংরতি মহিলা ওয়ার্ডে ১২জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি কেন্দ্রে ১৬ হাজার ৫শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৮ হাজার ৮৬ জন পুরুষ এবং ৮ হাজার ৪শ ১৪ জন নারী ভোটার রয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শেষ হয়েছে। ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে। সুষ্ঠভাবে নির্বাচনের জন্য ৯টি কেন্দ্রে ৯জন ম্যাজিস্ট্রেট, প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ, ৯ জন আনছার সদস্য, একজন ভোট গ্রহণ কর্মকর্কতা নিয়োজিত থাকবেন। এছাড়াও দুই পাটুন বিজিবি, এক পাটুন কোস্টগার্ড, র‌্যাবের তিনটি টহল টিম, পুলিশের দুটি ভ্রাম্যমাণ টিম আইনশৃঙ্খলা নিয়োজিত থাকবে। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ বলেন, মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নির্বাচনের দিনে সহিংসতা ঘটতে পারে, এমন আশঙ্কা করে কয়েকজন প্রার্থী অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কোন কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ মনে হয়, সেখানে সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।