ঝিকরগাছায় জিপগাড়ির ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় জিপগাড়ির ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইউসুফ আলী(৭)‘র মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুরে ঝিকরগাছা-বাঁকড়া সড়কের কাউরিয়া খাঁ পাড়া মসজিদের সামনে। নিহত ইউসুফ আলী কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউসুফ আলী মসজিদের সামনের রাস্তা পার হচ্ছিল। এসময় চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজের ব্যবহৃত বাঁকড়াগামী দ্রুতগতির (ঢাকা মেট্রো-ঘ-০২-১৫৭৩) নং জিপগাড়ি তাকে সজোরে ধাক্কাদিলে মারাত্মক ভাবে জখম হয়। এসময় স্থানীয়রা গাড়িটি আটক করে এবং আহত ইউসুফ আলীকে দ্রুত উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন। থানার এস আই নজরুল ইসলাম জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা না করায় লাশ মর্গে পাঠানো হয়নি। তবে নিহতের পিতা গরীব মানুষ হওয়ায় স্থানীয় কয়েকজন গণ্যমান্যের মধ্যস্থতায় এই দুর্ঘটনায় মামলা না হয়ে ৪০ হাজার টাকার বিনিময়ে সমঝোতা হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছেন।