অভয়নগরে কয়লার ড্যাম্প অপসারণের দাবিতে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে কয়লার ড্যাম্প (স্তুপ) অপসারণের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। শুক্রবার বিকেলে নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাপাসহাটি মহাসড়ক ও ভৈরব ব্রিজ সংলগ্ন স্থানে কয়লার ড্যাম্প অপসারণ করার দাবিতে এই মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কাপাসহাটি এলাকার বাসিন্দা হাজী আবদুল মালেক মুন্সী, ভাঙ্গাগেট বাজার সমিতির সভাপতি গোলাম রানা, ইসারক বিশ্বাস, শিক্ষক মো. ওমর ফারুক, আনিচুর রহমান, আলম মোল্যা, জিহাদ কামাল, ইকবাল শেখ, যুবলীগ নেতা মো. মুন্না, ছাত্রলীগ নেতা মো. জিসান আহমেদ ও জেএইচ রাজা প্রমুখ। বক্তারা জানান, কাপাসহাটি এলাকায় মহাসড়ক ও ভৈরব ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে স্থাপিত জয়েন্ট ট্রেডার্স, উত্তরা ট্রেডার্স, মাহাবুব ব্রাদার্স, শেখ ব্রাদার্সের কয়লার ড্যাম্প অতি দ্রুত সরানো না হলে পরবর্তীতে এলাকাবাসী একতাবদ্ধ হয়ে আরও কঠিন কর্মসূচির হুঁশিয়ারী প্রদান করবে। তাছাড়া বক্তারা আরও জানান, কয়লা অপসারণের জন্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর থানার ওসি বরাবর আবেদন করা হলেও এখনও পর্যন্ত কয়লা অপসারণের কোন উদ্যোগ গ্রহণ না করায় এলাকাবাসী হতাশাগ্রস্ত হয়েছেন।