টানা চাঙ্গা ভাবের পর কমল রুশ গমের রফতানি মূল্য

0

লোকসমাজ ডেস্ক॥ রাশিয়ায় গমের রফতানি মূল্যে টানা চাঙ্গা ভাব বজায় ছিল। অবশেষে কমে এসেছে রুশ গমের রফতানি মূল্য। সর্বশেষ সপ্তাহে দেশটির বাজারে রফতানিযোগ্য গমের দাম টনে ২ ডলার কমেছে। মস্কোভিত্তিক কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান আইকেএআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স ও এগ্রিমানি।
বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার বাজারে সর্বশেষ সপ্তাহে ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে প্রতি টন রফতানিযোগ্য সাড়ে ১২ শতাংশ প্রোটিন সমৃদ্ধ গম ২৯৬ ডলারে বিক্রি হয়েছে। আগের সপ্তাহের তুলনায় এ সময় কৃষিপণ্যটির রফতানি মূল্য টনপ্রতি ২ ডলার কমেছে।
টানা কয়েক সপ্তাহ ধরে রাশিয়ায় গমের রফতানি মূল্য বাড়তির দিকে ছিল। এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে কৃষিপণ্যটির রফতানি শুল্ক বাড়ানো এবং রফতানিতে কোটা বেঁধে দেয়ার প্রস্তাব। মূলত করোনা মহামারীর মধ্যে বাম্পার ফলনের পরও রাশিয়ায় গম ও গম থেকে তৈরি খাবারসহ কয়েকটি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় এমন উদ্যোগ নেয়া হয়।
রুশ সরকার জানায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন সময়ে রাশিয়া থেকে গম রফতানিতে টনপ্রতি ৩০ ডলার ৩২ সেন্ট রফতানি শুল্ক দিতে হবে। একই সময়ে রুশ রফতানিকারকরা সর্বোচ্চ ১ কোটি ৭৫ লাখ টন গম রফতানি করতে পারবেন। এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই রুশ গমের রফতানি মূল্য চাঙ্গা হয়ে ওঠে, যা সর্বশেষ সপ্তাহে কমে এসেছে।
একই সময়ে রাশিয়ার বাজারে এফওবি চুক্তিতে প্রতি টন যবের রফতানি মূল্য দাঁড়িয়েছে ২৩৮ ডলারে, যা আগের সপ্তাহের তুলনায় টনে ৭ ডলার বেশি।