বাঘের আক্রমণে নিহতের দুই পরিবারকে জেলা প্রশাসকের সহযোগিতা

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত দুই মৎস্যজীবীর পরিবারকে সহযোগিতা দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের পক্ষে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে কম্বল ও নিত্যপ্রয়োজন সামগ্রী তুলে দেন। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে বলা হয়, সরকারের পক্ষ থেকে দ্রুত তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, বাঘের আক্রমণে নিহত দুই মৎস্যজীবীর পরিবারকে প্রাথমিকভাবে সহযোগিতা পাঠানো হয়েছে। অতিদ্রুত সরকারের পক্ষ থেকে অন্যান্য সহযোগিতাও পৌঁছে দেয়া হবে।
উল্লেখ্য, সুন্দরবনে মাছ ধরতে যেয়ে বাঘের আক্রমণে নিহত হন দুইজন মৎস্যজীবী। তারা হলেন, সাতক্ষীরার শ্যমানগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের মনো মিস্ত্রীর ছেলে মিজানুর রহমান (৪০) ও একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে রতন (৪২)। এছাড়া বাঘের আক্রমণ থেকে প্রাণ বেঁচে ফিরেছেন একজন। তিনি হলেন, ওই গ্রামের সাত্তারের ছেলে আবু মুসা (৪১)।