যশোরে ইজিবাইক চুরির অভিযোগে জামাই-শাশুড়ির বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ইজিবাইক চুরির অভিযোগে শাহাদত হাওলাদার (৪২) নামে এক ব্যক্তি এবং তার শাশুড়ি কুলসুম বেগমের (৫৫) বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। উপশহর ই-ব্লকের শেখ মোস্তাফিজুর রহমানের স্ত্রী রেনুয়ারা বেগম এই মামলা করেন। অভিযুক্ত শাহাদত হাওলাদার অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের মৃত রশিদ হাওলাদারের ছেলে বর্তমানে যশোর শহরের পূর্ব বারান্দীপাড়ার মেরী বেগমের বাড়ির ভাড়াটিয়া। কুলসুম বেগম অভয়নগর উপজেলার বাগদহ শেখপাড়ার জলিল শেখের স্ত্রী। কুলসুম বেগম যশোরে জামাইয়ের বাসায় থাকতেন। রেনুয়ারা বেগমের অভিযোগ, আসামি কুলসুম বেগম তার পরিচিত। এ কারণে তিনি কুলসুম বেগমের জামাই শাহাদত হোসেনকে ৪/৫ মাস আগে তার একটি ইজিবাইক ভাড়ায় চালাতে দেন। গত ১০ জানুয়ারি শাহাদত হোসেন ইজিবাইক নিয়ে চালানোর জন্য বাসা থেকে বের হন। কিন্তু তিনি ইজিবাইক নিয়ে আর ফিরে না আসায় পরদিন ১১ জানুয়ারি কুলসুম বেগমের সাথে যোগাযোগ করেন রেনুয়ারা বেগম। এ সময় কুলসুম বেগম তার কাছ থেকে এক সপ্তাহ সময় চেয়ে নেন ইজিবাইকটি ফেরত দেওয়ার জন্য। কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেলে রেনুয়ারা বেগম খোঁজ নেয়ার জন্য কুলসুম বেগমের বাসায় গিয়ে দেখতে পান, তিনিও পালিয়ে গেছেন। ঘরের সকল মালামালও নিয়ে যাওয়া হয়েছে। ফলে জামাই ও শাশুড়ির কোনো খোঁজ না পেয়ে ইজিবাইক চুরির অভিযোগে গত মঙ্গলবার রাতে কোতয়ালি থানায় মামলা করেন রেনুয়ারা বেগম।