মনিরামপুরে চাঁদাবাজি মামলার বাদীকে হুমকি প্রদানের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুরে চাঁদাবাজি সংক্রান্ত একটি মামলার আসামিপক্ষের বিরুদ্ধে বাদী গোলাম মোস্তফা কবিরকে হুমকি দেওয়ার অভিযোগ করা হচ্ছে। এ ঘটনায় বাদী গোলাম মোস্তফা কবির মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে গোলাম মোস্তফা কবিরের অভিযোগ, একই গ্রামের বাসিন্দা আফিল উদ্দিন বিশ্বাস (৬০) ও তার ছেলে গিয়াস উদ্দিন বিশ্বাস (৩০) তাকে ক্রয়কৃত দখলীয় জমি থেকে উচ্ছেদের পাঁয়তারা করে আসছেন। এরই এক পর্যায়ে ৬ মাস আগে তারা তার কাছে ১৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রাণভয়ে তিনি আফিল উদ্দিন বিশ্বাসকে এক মাস আগে ৩ লাখ টাকা চাঁদা দেন। পরে তিনি তার দখলীয় সম্পত্তিতে প্রাচীর নির্মাণ শুরু করলে গত ৫ জানুয়ারি দুপুরে আফিল উদ্দিন বিশ্বাস ও তার ছেলে গিয়াস উদ্দিন বিশ্বাস সেখানে হামলা চালিয়ে নির্মাণ সামগ্রী নষ্ট করে ফেলেন। এতে তার অর্ধলাখ টাকার ক্ষতি হয়। এ সময় তারা তার কাছে চাঁদার বাকি ১৩ লাখ টাকা দাবি করেন। এছাড়া তাকে মারধরও করা হয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে আফিল উদ্দিন বিশ্বাস ও তার ছেলে গিয়াস উদ্দিন বিশ্বাস তাকে হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে যান। এ ঘটনায় গত ৭ জানুয়ারি তিনি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত পিতাপুত্রের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন। তার এই মামলা দায়েরের খবরে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে হুমকি ধামকি দিয়ে চলেছেন। সর্বশেষ গত ২২ জানুয়ারি দুপুরে আসামি আফিল উদ্দিন বিশ্বাস, ছেলে গিয়াস উদ্দিন বিশ্বাস, তার ছেলে সাকিব ও স্ত্রী নাজমুন্নাহার বাদী গোলাম মোস্তফা কবিরের বাড়ির সামনে গিয়ে তাকে গালিগালাজ করেন। এ ঘটনায় পরে তিনি মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।