কেশবপুরে কৃষকের পেঁয়াজ চাষের জমি জবর দখলের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর(যশোর) ॥ কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের টিটাবাজিপুর গ্রামে এক কৃষকের জমি জবর দখলের অভিযোগ উঠেছে। এওয়াজ বদল করতে অপারগতা প্রকাশ করায় বুধবার দুপুরে প্রভাবশালী রুহুল আমীন ওই কৃষকের জমি দখল করে নিয়েছেন। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
উপজেলার টিটাবাজিতপুর গ্রামের কৃষক আব্দুল আলীম পৈত্রিক সূত্রে পাওয়া বাড়ির পাশে ৬ শতক জমিতে ধান ও অন্যান্য সবজি চাষ করে এবং বাজারে বিক্রি করে ৩ সদস্যের পরিবারের ভরণ পোষণ করে আসছেন। ওই জমিতে খাদ্য উৎপাদন ভালো হওয়ায় এলাকার প্রভাবশালী রুহুল আমীনের কুনজরে পড়ে । রুহুল আমীন ওই জমি দখলে নিতে প্রথমে তার অন্য একটি অনাবাদি জমি দিয়ে এওয়াজ বদল করার চেষ্টা করেন। সে চেষ্টা ব্যর্থ হয়ে ওই জমি দখলে নিতে আব্দুল আলীমকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। তারই ধারাবাহিকতায় গত এক সপ্তাহ আগে ওই জমির চার পাশে জোর পূর্বক বেড়া দিয়ে দখলে নেয়ার চেষ্টা করে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যাস্থতায় মিমাংসার পরেও মঙ্গলবার সকালে রুহুল আমীন তার সহযোগী একদল সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ট্রাক্টর দিয়ে ওই জমিতে রোপণকৃত পেঁয়াজ নষ্ট করে জমি দখল করে নেয়। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। নিরুপায় হয়ে কৃষক আব্দুল আলিম কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেন। এবিষয়ে রুহুল আমীনের সাথে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে কেশবপুর থানার ওসি বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।