চৌগাছা পৌর নির্বাচনের প্রার্থীরা প্রতীক পেলেন

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছা পৌরসভা নির্বাচনের বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার রিটার্নিং অফিসার ও যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবিরের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর দুপুর দুইটা থেকেই প্রচার প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। চলেছে মাইকিং ও পোস্টার টানানোর কাজ। প্রতীক পেয়েই প্রার্থীরা নতুন উদ্যোমে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে বর্তমান মেয়র, আওয়ামীলীগের প্রার্থী নুর উদ্দীন আল-মামুন হিমেলকে নৌকা, বিএনপির আব্দুল হালিম চঞ্চল ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী কামাল আহমেদকে জগ ও ইসলামী আন্দোলনের মুফতি শিহাব উদ্দিনকে হাতপাখা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নারী কাউন্সিলর পদে সংরতি ৩টি ওয়ার্ডে ১০ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থীকেও প্রতীক দেওয়া হয়েছে। জানা যায়, ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৩টি সংরতি ওয়ার্ডে ১১ এবং সাধারণ ওয়ার্ডে ৩৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সংরতি ২ নম্বর ওয়ার্ডের একজন এবং সাধারণ ৫ নম্বর ওয়ার্ডের একজনের প্রার্থিতা যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যায়।