যশোর পৌরসভা নির্বাচন : সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিলেন আরও ৩৪ জন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভা নির্বাচনে গতকাল বুধবার মেয়র পদে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন ফরম সংগ্রহ করেছেন। এদিন ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ড থেকে আইরিন পারভিন, অর্চনা অধিকারী ও সেলিনা খাতুন ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড থেকে শেখ রোকেয়া পারভিন ডলি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ড থেকে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। এছাড়া ২ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে ইকবাল কবির, তপন কুমার ঘোষ, মীর মোশারফ হোসেন, জাহিদুল ইসলাম ও টুটুল মোল্যা, ৩ নম্বর ওয়ার্ড থেকে ওমর ফারুক ও ইউসুফ শহিদ, ৫ নম্বর ওয়ার্ড থেকে হাবিবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড থেকে আনিসুজ্জামান, পাপিয়া আক্তার, আশরাফুল হাসান, মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সাধারণ কাউন্সিলর পদে ৭ নম্বর ওয়ার্ড থেকে শাহেদুর রহমান, জুলফিকার আলী, শাহেদ হোসেন, জাহিদুল ইসলাম, শামসুদ্দিন বাচ্চু, গোলাম মোস্তফা, কামাল হোসেন ও আবু শাহজালাল, ৮ নম্বর ওয়ার্ড থেকে মনিরুজ্জামান, প্রদীপ কুমার নাথ, ওবায়দুল ইসলাম ও সন্তোষ দত্ত এবং ৯ নম্বর ওয়ার্ড থেকে শেখ ফেরদৌস, শেখ নাছিম উদ্দিন, আসাদুজ্জামান, জয়নাল আবেদিন, আবু বকর সিদ্দিকী, আসাদুজ্জামান ও শেখ শহিদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ দিন ১ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে কেউ ফরম সংগ্রহ করেননি।