যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’নারীসহ তিনজন নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল অজ্ঞাতনামা দু’নারীসহ তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আহতকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একটি ট্রাক আটক করেছে। ঝিকরগাছা থানার এসআই মেজবাহ ও এলাকাবাসী জানিয়েছেন, গতকাল বিকেল সাড়ে ৩টায় ছুটিপুর মোহাম্মদপুর মোড়ে ট্রাকের চাপায় ২ জন নারী নিহত হয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। নিহতদের একজনের বয়স অনুমান ৬০ বছর। অপরজনের বয়স অনুমান ৫৫ বছর। কাল বিকেল ৪টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক অমিও দাস তাদের মৃত ঘোষণা করেন। ডা. অমিও দাস বলেছেন, হাসপাতালে আনার পথে তাদের মৃত্যু হয়েছে। ঝিকরগাছার কাগমারী গ্রামের শাকিল হোসেন নিহতদের হাসপাতালে আনেন। তিনি জানিয়েছেন, ছুটিপুর মোড়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এসে ভ্যান থেকে নেমে ওই দুই নারী ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় ঝিকরগাছা থেকে একটি ট্রাক এসে কায়েমকোলা বাজারে যাওয়ার সময় ব্রেক ফেল করে। তখন ট্রাকটি দু’নারীকে চাপা দিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় ঝিকরগাছা থানার এসআই মেজবাহ ঘটনাস্থলে অবস্থান করছিলেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করাহয়েছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। একইদিন সকাল ৯টার দিকে যশোর শহরতলীর মুড়লি মোড়ে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও আশিক (২০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। নিহত সাগর হোসেন চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের কোরবান আলীর পুত্র। যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের শ্রীপর্দ্দী গ্রামে মামা তৌহিদুল ইসলামের বাড়িতে থাকতেন তিনি এবং চার খাম্বার মোড়ে একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন। প্রতিবেশী মামা তবিবুর রহমান জানিয়েছেন, শ্রীপর্দ্দী গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে আশিককে নিয়ে সাগর হোসেন মোটরসাইকেলযোগে যশোর শহরে আসছিলেন। মুড়লি মোড়ে পৌঁছালে যশোর হতে একটি ট্রাক খুলনা অভিমুখে যাওয়ার পথে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাগর হোসেন ও আশিখ গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টারদিকে সাগর হোসেন মৃত্যুবরণ করেন। এ সময় আশিকের অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।