একাডেমি কাপ টি-২০ ক্রিকেট যশোর ক্রিকেট কোচিং কে হারিয়ে চ্যাম্পিয়ন ক্লেমন আছিয়া

0

স্পোর্টস রিপোর্টার ॥ একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়নের গৌরব অর্জন করলো ক্লেমন আছিয়া ক্রিকেট ইনস্টিটিউট। গতকাল বুধবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় তারা যশোর ক্রিকেট কোচিং সেন্টারকে ১০ রানে পরাজিত করে। ফাইনালে টসে জিতে প্রথমে কেমন আছিয়া ক্রিকেট ইনস্টিটিউট ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে শহিদুজ্জামান সাদ ২৪ এবং রাহাতুজ্জামান রাহাত ১৯ রান সংগ্রহ করেন। অপরদিকে, বল হাতে যশোর ক্রিকেট কোচিং সেন্টারের তামিম হুসাইন সর্বোচ্চ ৪টি উইকেট লাভ করেন। জয়ের জন্য যশোর ক্রিকেট কোচিং সেন্টার ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে শুভ ২৫, এবং সাদমান শাহরিয়ার ও আবির হুসাইন ১৭ করে রান সংগ্রহ করেন। অপরদিকে, বল হাতে কেমন আছিয়া ক্রিকেট ইনস্টিটিউটের ইয়াসিন সর্বোচ্চ ৪টি উইকেট লাভ করেন। চ্যাম্পিয়ন দলের সাইদুজ্জামান সাদ ম্যান অব দ্যা ফাইনাল, সেরা অল রাউন্ডার ও ফিল্ডার নির্বাচিত হন। এছাড়া তিনি রানার আপ দলের মেহেদী হাসান শিবলীর সাথে যৌথভাবে সেরা উইকেট শিকারী নির্বাচিত হন। কেশবপুর ক্রিকেট একাডেমির রমজান আলী সেরা রান সংগ্রাহক নির্বাচিত হন। খেলা শেষ এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল হাসান। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ জাভেদ ইসলাম তাপস, ক্রীড়া সংগঠক বিশিষ্ট ব্যবসায়ী সুপ্রিয় ভট্টাচার্য শুভ, এএসএম মাহিনুল হক রিয়ন, আবুল বাশার সাইফুদ্দৌলা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এজেডএম সালেক, অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক শহীদ আহমেদ, এবিএম আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম প্রমুখ। যশোর ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির আয়োজনে ১২টি দল নিয়ে ৩টি গ্রুপে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।