ঝিকরগাছায় মানবপাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় মানবপাচার প্রতিরোধে বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে সিটিসির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার সুলতানা । বিশেষ অতিথি ছিলেন, সংস্থাটির যশোর জেলা ব্যবস্থাপক দেবনাথ মন্ডল, এইচ.আর.এল.এস অফিসার মাইফুনেছা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব রহমত আলী, কাজী অধ্যাপক ইদ্রিস আলী, লাউজানী এন এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম সেলিম রেজা, সংরক্ষিত মহিলা সদস্য হিরামনি আক্তার প্রমুখ।