পাঁচ গোলের জয়ে সবার ওপরে ম্যান সিটি

0

লোকসমাজ ডেস্ক॥ ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা পুনরুদ্ধারের মিশনে চলতি মৌসুমের শুরুটা খুব একটা ভাল ছিল না অন্যতম শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার সিটির। তবে ক্রমেই ঘুরে দাঁড়িয়েছে ক্লাবটি, লিগের মাঝপথ পেরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে বসেছে তারা। মঙ্গলবার রাতে তুলনামূলক দুর্বল ওয়েস্ট ব্রমের বিপক্ষে গোল উৎসব করে ২০১৯ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো ইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যান সিটি। ইল্কায় গুন্ডোগানের জোড়া গোলের ম্যানচেস্টার সিটি ম্যাচটি জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে। নিজেদের ঘরের মাঠে খেলতে নেমে রীতিমতো দর্শকের ভূমিকাই যেন পালন করেছে ওয়েস্ট ব্রম। পুরো ম্যাচে মাত্র পাঁচ ভাগের এক ভাগ সময় বলের নিয়ন্ত্রণ ছিল তাদের কাছে, গোলের উদ্দেশ্যে শট নিতে পেরেছে মাত্র ৪টি। অন্যদিকে অন্তত ১৮টি শটের মধ্যে ৭টি লক্ষ্য বরাবর রেখেছে ম্যান সিটি। ম্যাচের প্রথমার্ধেই চার গোল দিয়ে ফল ঠিক করে ফেলে সিটিজেনরা। মাত্র ৬ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন গুন্ডোগান। ডি-বক্সের মুখে জোয়াও কানসেলোর ক্রস থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে জালে পাঠান এ জার্মান মিডফিল্ডার।
দ্বিতীয় গোল করেন প্রথমটির জোগানদাতা কানসেলো। ২০ মিনিটের সময় বার্নার্দো সিলভার এগিয়ে দেয়া বল ধরে প্রায় একই শটে জাল কাঁপান কানসেলো। প্রথমে অফসাইড দেয়া হলেও ভিডিও এসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে সেটিতে গোল বহাল রাখেন মাঠের রেফারি। মিনিট দশের পর নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল করেন গুন্ডোগান। ঠিকঠাক বল ক্লিয়ার করতে পারেনি ওয়েস্ট ব্রম। সেখান থেকে সুযোগ পেয়ে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান গুন্ডোগান। বিরতির আগে রহিম স্টারলিংয়ের এসিস্টে হালিপূরণ করেন রিয়াদ মাহরেজ। দ্বিতীয়ার্ধে ফিরে ৫৭ মিনিটের মাথায় রিয়াদ মাহরেজের এসিস্টে ম্যাচের শেষ গোলটি করেন রহিম স্টারলিং। শেষের ত্রিশ মিনিটে আর গোলের দেখা পায়নি পেপ গার্দিওলার শিষ্যরা। দিনের অন্য ম্যাচে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল, নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে লিডস ইউনাইটেড এবং ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ওয়েস্ট হ্যাম জিতেছে ৩-২ গোলে। লিগের ১৯ ম্যাচ শেষে ১২ জয় ও ৫ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছে ম্যান সিটি। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান দ্বিতীয়, সমান ম্যাচে পয়েন্ট ৪০। আর্সেনাল ২০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ৮ নম্বরে।