সংবাদের প্রতিবাদও প্রতিবেদকের বক্তব্য

0

গত ২৩ জানুয়ারি দৈনিক লোকসমাজে প্রকাশিত ‘চাঁচড়ায় জমি নিয়ে বিরোধ মামলা তুলে নিতে বাদীকে হুমকি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছেন যশোরের চাঁচড়া পশ্চিমপাড়ার বাসিন্দা মো. আবুল কালাম আজাদ। দৈনিক লোকসমাজে পাঠানো লিখিত প্রতিবাদে তিনি বলেছেন, ৭৭ নম্বর চাঁচড়া মৌজার এসএ দাগ নম্বর-২০৮৫, আরএস দাগ নম্বর-৭১৪৫ এর ৪৩ শতক জমির মধ্যে ২২ শতক মৃত অহেদ বক্সের ছেলে আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান ও কামাল হোসেনের অনুকূলে এবং ১০ শতক জমি মৃত দিদার বক্সের ছেলে মো. আবুল কালাম, মো. আবু তালেব ও মো. আব্দুল গফ্ফারের অনুকূলে ত্রাণ ও পুনর্বাসন শাখা হতে ছাড়পত্র প্রদান করা হয়। ছাড়পত্র অনুযায়ী মো. আবুল কালাম, মো. আবু তালেব ও মো. আব্দুল গফ্ফারের অনুকূলে নামপত্তনসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হয়। বিগত ২০২০ সালের ১ নভেম্বর স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তারা শান্তিপূর্ণভাবে আমাদের জমি মেপে বুঝে নেন। কিন্তু পরবর্তীতে চাচাতোভাই আব্দুর রাজ্জাক ও তার ছেলে হাসানুল খবির মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জমিতে যেতে বাধা প্রদান করে আসছেন। ফলে প্রতিপক্ষ পত্রিকায় যে তথ্য সরবরাহ করেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। কাউকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি।
প্রতিবেদকের বক্তব্য
চাঁচড়া পশ্চিমপাড়ার মৃত অহেদ বক্সের ছেলে আব্দুর রাজ্জাকের আদালতে দায়ের করা মামলা এবং কোতয়ালি থানায় দেয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে সংবাদটি লেখা হয়। এখানে কারো বিরুদ্ধে উদ্দেশ্যমূলক সংবাদ লেখা হয়নি।