গাঁজাসহ নারী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্ট থেকে সোমবার ৪ কেজি গাঁজাসহ কাকলী বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের বাবু হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি শার্শা উপজেলার আনসার ক্যাম্পের পেছনের ফাতেমার বাড়ির ভাড়াটিয়া। পুলিশ জানায়, বেলা পৌনে ১১টার দিকে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এএসআই মোস্তাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট এলাকায় অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে বেনাপোল থেকে বাসযোগে আসা কাকলী বেগম নামে ওই নারীকে আটক করেন। পরে তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।