যশোরে ফেনসিডিল সংক্রান্ত মামলায় দু’জনের দণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ফেনসিডিল সংক্রান্ত একটি মামলায় দুই আসামিকে কারাদন্ড প্রদান করেছেন আদালত। সোমবার যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন মাগুরার শালিখা উপজেলার পারনান্দুয়ালী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মফিজুর রহমান ও যশোরের শার্শা উপজেলার শিকরী মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে আহম্মেদ আলী।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামি মফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৫ বছর সশ্রম কারাদ- এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। দ-প্রাপ্ত মফিজুর রহমান পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি করেন। অপর আসামি আহম্মেদ আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২ বছর সশ্রম কারাদ- এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আহম্মেদ আলী আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৬ ফেব্রুয়ারি কোতয়ালি থানার পুলিশ মালঞ্চি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ সেখান থেকে ৬৩ বোতল ফেনসিডিলসহ উল্লিখিত দুজনকে আটক করে। এ ঘটনায় এসআই আইয়ুব আলী আটক দু’জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।