বিভিন্ন দাবিতে ভুখা মিছিল শ্রমিকদের

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ বিভিন্ন দাবিতে খুলনার খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের ডাকা চতুর্থ দফার চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১ টায় আটরা শিল্পাঞ্চলের রাজপথে ভুখা মিছিল বের করা হয়। মিলের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা থালাবাটি হাতে নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন। এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন সকাল ১০ টার পর থেকে মিলের শ্রমিকরা আলীম জুট মিলের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। সকাল ১১ টায় মিলের প্রধান ফটকের সামনে থেকে শ্রমিকরা থালাবাটি হাতে নিয়ে ভুখা মিছিল বের করেন। মিছিলটি খুলনা-যশোর মহাসড়কের পথের বাজার হয়ে আলীম ও ইস্টার্ণ জুট মিল সংলগ্ন রাজপথ ঘুরে আলীম জুট মিলের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের আহবায়ক সরদার আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি কমরেড মফিদুল ইসলাম। বক্তৃতা করেন ইস্টার্ণ জুট মিলের সভাপতি আলাউদ্দিন, থানা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক আ. সাত্তার মোল্যা, ইউপি সদস্য বখতিয়ার পারভেজ, আলীম জুট মিলের সাবেক সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জাতীয় শ্রমিক ফেডারেশন থানা কমিটির সদস্য জাকির সরদার, সদস্য সচিব আব্দুর রউফ মোড়ল, জহির উদ্দিন খান, হক হাওলাদার, ইকবাল হোসেন, শেখ মজিবার, কাসেম সরদার, কামরুজ্জামান, হাদিউজ্জামান, অহিদুল ইসলাম, শেখ আমিরুল, রেদওয়ান বাহার প্রমুখ।