পাইকগাছায় পৌরনির্বাচন নিয়ে প্রশাসনের সভা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ আগামী ৩০ জানুয়ারি পাইকগাছা পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় পাইকগাছা সরকারি কলেজ মিলনায়তনে ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে অনুষ্ঠিত পৃথক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এম. মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, পাইকগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরন মন্ডল, থানা পুলিশের ওসি এজাজ শফী ও উপজেলা নির্বাচন অফিসার মো. কামাল উদ্দীন আহমেদ। সভায় নির্বাচনের আচরণবিধি মেনে নির্বাচন পরিচালনা করার জন্য ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়। বলা হয়, কোন প্রকার অনিয়ম-দুর্নীতি প্রমাণিত হলে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যেক প্রার্থীদের আচরণবিধির মধ্যে থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর জন্য নির্দেশনা দেয়া হয়।