এনজিওদের সাথে চুক্তি বাতিলের দাবি যশোর পৌর মেয়রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম হরিজনদের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর ও গৃহস্থালি বর্জ্য সংগ্রহে এনজিওদের সাথে সম্পাদিত চুক্তি ও অহরিজনদের নিয়োগ বাতিলের দাবিতে সমাবেশ করেছে যশোর জেলা হরিজন ঐক্য পরিষদ। গতকাল সোমবার দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ আগামী ৪৮ ঘন্টার মধ্যে চুক্তি বাতিলের জন্যে পৌর মেয়রের প্রতি জোর দাবি জানান। তারা মেয়রের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সময়ের মধ্যে আমাদের দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করতেন বাধ্য হবো। সে জন্যে কোন খারাপ পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার মেয়রকে নিতে হবে। নেতৃবৃন্দ সরকার ঘোষিত নীতিমালা অনুযায়ী মজুরি বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ ও শ্রম আইন বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে জেলা হরিজন ্ঐক্য পরিষদের সভাপতি রাজেন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি আশুতোষ বিশ্বাস, জেলা হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণু হরিজন, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিলাল হরিজন, সাধারণ সম্পাদক কমল হরিজন, সহ-সভাপতি গোলাম চাঁন ডোম প্রমুখ।