রামপালে গ্রাম পুলিশের বিরুদ্ধে স্ত্রীকে মারপিটের অভিযোগ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালের উজলকুড় ইউনিয়নের তুলশিরাবাদ গ্রামের গ্রাম পুলিশ মো. মিলান শেখের বিরুদ্ধে নিজ স্ত্রী রিনা বেগমকে মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রিনা বেগম খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের নিকট একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার তুলশিরাবাদ গ্রামের মৃত আ. মজিদের ছেলে মিলন শেখের সাথে তার বিয়ে হয়। তিনি ওই গ্রামের মো. রেজাউল শেখের মেয়ে। তার সংসারে ২ টি পুত্র সন্তান রয়েছে। সম্প্রতি মিলন জনৈক ব্যক্তির স্ত্রীর সাথে পরকিয়া করে এবং তাকে বিয়ে করে অন্যত্র থাকেন। ঘটনার দিন গত শনিবার সকালে ভরণপোষণের দাবি করলে প্তি হয়ে মিলন তুলশিরাবাদ স্কুলে মাঠে নিয়ে রিনাকে লাঠি দিয়ে বেদম মারপিট করে গুরুর আহত করেন। এ সময় রিনার একটি হাত ভেঙ্গে দেয় ও মাথার চুল ছিড়ে ফেলে। সে সুস্থ হওয়ার পর খুলনা সিটি করপোরেশনের মেয়র বরাবর অভিযোগ দিলে মেয়র ব্যাবস্থা গ্রহণের জন্য রামপাল থানার ওসিকে ব্যবস্থা নিতে বলেন। এ বিষয়ে অভিযুক্ত মিলনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কয়েকবার চড়-থাপ্পড় মেরেছি। তবে তিনি হাত ভেঙ্গে দেয়া ও মাথার চুল ছেড়ার কথা অস্বীকার করেন।