এসএসসিতে অটোপাসের দাবিতে মনিরামপুরে পরীক্ষার্থীদের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ না নিয়ে আটোপাসের দাবিতে পরীক্ষার্থীরা রবিবার বিকেলে মনিরামপুরে মানববন্ধন করেছে। উপজেলা পরিষদ চত্বরে অর্ধশত পরীক্ষার্থী বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সংক্ষিপ্ত মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে এসএসসি ও সমমানের পরীার্থীদের অটোপাসের দাবি জানায় তারা। মানববন্ধনে অংশ নেয়া পরীক্ষার্থীরা জানায়, তারা বিভিন্ন মাধ্যমে জেনেছে যে, ১৮ বছরের নিচে কাউকে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে না। তাছাড়া পরীক্ষা অনুষ্ঠিত হবার আগে কোনো পরীক্ষার্থী করোনাভাইরাসে সংক্রমিত হলে সে পরীক্ষায় অংশ নিতে পারবে না। পরীক্ষা দিতে না পারলে তাদের জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে যাবে। ফলে তাদের ভবিষ্যৎ জীবন অনেকটা ক্ষতির সম্মুখীন হবে বলে তাদের আশঙ্কা। ফলে তারা আটোপাসের দাবি জানিয়েছে।