কোটচাঁদপুরে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের নৌকা ছাড়াও বহি®কৃত দু প্রার্থী

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক ছাড়াও আওয়ামী লীগের আরও দুজন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বিএনপির একক প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক মেয়র এস কে এম সালাউদ্দিন বুলবুল। আগামী ৩০ জানুয়ারি দেশের প্রাচীনতম এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচার প্রচারণায় এখন সরগরম গোটা পৌর এলাকার পাড়া-মহল্লা। দেশের পৌরসভাগুলোর মধ্যে কোটচাঁদপুর পৌরসভা একটি প্রাচীন পৌরসভা। ১৮৮৪ সালে কোটচাঁদপুর পৌরসভা স্থাপিত হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে শাহাজাহান আলি, বিএনপি মনোনীত সাবেক মেয়র এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, আওয়ামী লীগে বিদ্রোহী স্বতন্ত্র সাবেক মেয়র জাহিদুল ইসলাম জিরে ও সহিদুজ্জামান সেলিম। সহিদুজ্জামান সেলিম কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জাহিদুল ইসলাম আওয়ামী লীগ কর্মী। বিদ্রোহী হওয়ায় দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। জাহিদুল ইসলাম বলেন, তিনি দলের কাছে মেয়র পদে মনোনয়ন চেয়েছিলেন। দল তাকে মনোনয়ন দেয়নি। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রাচরণায় বাধা সৃষ্টির অভিযোগ করেন সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে। বিএনপি প্রার্থী সালাউদ্দিন বুলবুল সিডলও একই ধরনের অভিযোগ করেন। সিডল বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ জয়ী হবে। এ পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৪৯৩ জন।