মনিরামপুরে গরু চুরি মামলায় তিন জনের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুরে গরু চুরির একটি মামলায় আটক ৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সংক্রান্তে পুলিশের করা আবেদনের প্রেক্ষিতে রোববার শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাহাবুল আলম আদালতে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। আটক ৩ জন হচ্ছেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দিঘারপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রাহুল হোসেন, যশোরের ঝিকরগাছা উপজেলার রাজা ডুমুরিয়া গ্রামের শাহজান কবীরের ছেলে জনি হোসেন ও সদর উপজেলার বিরামপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে সালাম ওরফে বিষু। গত ১৫ জানুয়ারি তারা মনিরামপুর উপজেলার মুন্সী খানপুর গ্রামের একটি পরিবারের সদস্যদের খাবারের ভেতর কৌশলে বিষাক্তদ্রব্য মিশিয়ে দেন। এরপর পরিবারের লোকজন ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে উল্লিখিতরা গোয়াল থেকে গরু চুরির সময় জনতার হাতে আটক হন।