শ্যামনগরে দুই জেলে নিখোঁজ নিয়ে ধুম্যজাল

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে কৈখালি ইউনিয়নের পশ্চিম কৈখালি গ্রামের কফিল উদ্দীনের ছেলে রতন ও একই গ্রামের মনো মিস্ত্রীর ছেলে মিজানুর রহমানের সুন্দরবনে নিখোঁজ নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। সময় বাড়ার সাথে সাথে তাদের নিখোঁজ নিয়ে এলাকায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। কেউ বলছেন বাঘে খেয়েছে, আবার কেউ বলছেন ভারত থেকে চোরাইপণ্য আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে।
এলাকাবাসী জানান,নিখোঁজ রতন ও মিজানুর চোরাচালানি কাজে বহুদিন যাবৎ নিয়োজিত। সুন্দরবনে মাছ ও কাকঁড়া ধরতে হলে বন অফিস থেকে অনুমতি পত্র (পাস) নিয়ে যেতে হয়। খোঁজ খবর নিয়ে জানা যায়, নিখোঁজ এই দুই ব্যক্তি আদৌ বন অফিস হতে অনুমতি (পাস) গ্রহণ করেনি। কৈখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিমের সাথে কথা হলে তিনি জানান,নিখোঁজ রতন ও মিজানুর বন অফিস থেকে পাস নিয়ে সুন্দরবনে ভারত সীমানায় মাছ ধরতে গিয়ে বাঘের কবলে নিহত হয়েছে বলে তিনি জানান। কৈখালি বন অফিসের স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন বলেন, নিখোঁজ রতন ও মিজানুর কৈখালি বন অফিস থেকে অনুমতি পত্র (পাস) গ্রহণ করেনি। সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এমএ হাসান বলেন, নিখোঁজ দুইজন বন অফিস হতে অনুমতি গ্রহণ করেনি। এদিকে নিখোঁজ রতন ও মিজানুরের সহযোগী আবু মুসা ভারত থেকে ফিরে আসলে আসল রহস্য উদ্ঘাটন হবে বলে স্থানীয়রা জানান।